শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জিটিভির পর্দায় আসছে নতুন অনুষ্ঠান স্বপ্ন দেখে চোখ

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দেশের দৃষ্টিহীন জনগোষ্ঠীর একটি বড় অংশ ছানিসহ চোখের বিভিন্ন সমস্যায় পার করছেন জীবন। জগত যাদের কাছে অন্ধকার, তাদের জন্য ‘যা দেখতে চান পাবেন’ হয়তো নিতান্তই অর্থহীন এক প্রতিশ্রæতি। কিন্তু জিটিভি বিশ্বাস করে যে যা দেখতে চায়, সেটা দেখা তার অধিকার। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে এমন হাজারো মানুষের জীবনকে অর্থপূর্ণ করতে জিটিভির ভিন্ন এক উদ্যোগ ‘স্বপ্ন দেখে চোখ’। বেসরকারি সংস্থা সাইট সেভার্সের কারিগরি সহযোগিতায় দৃষ্টিহীন মানুষের চোখের আলো ফিরিয়ে দেয়া এবং তাদের স্বপ্নপূরণের গল্প নিয়ে তৈরি হয়েছে এই অনুষ্ঠান। প্রতিটি পর্বে একজন দৃষ্টিহীনের জীবন সংগ্রাম, তার স্বপ্ন এবং চোখ অপারেশনের পর তার বদলে যাওয়া জীবন এবং স্বপ্নপূরণের কাহিনী উঠে আসবে এই অনুষ্ঠানে।‘স্বপ্ন দেখে চোখ’ এর মাধ্যমে জীবন বদলে যাওয়া তেমনই এক যুবক শেরপুরের সামিউল। মাত্র ছয় মাস বয়স থেকে চোখের আলো হারিয়েছে যে। আঁধার ভরা শৈশব-কৈশোরে সামিউলকে পাড়ি দিতে হয়েছে জীবন সংগ্রামের এক লম্বা পথ। কিন্তু এমন কঠিন পরিস্থিতির মধ্যেও সামিউল ভালো বেসেছে ক্রিকেটকে। সামিউলের স্বপ্ন ছিল একদিন ফিরবে চোখের আলো। স্টেডিয়ামে হাজারো দর্শকের সাথে বাংলাদেশের খেলা দেখেবে সেও। জিটভি এবং সাইটসেভার্সের যৌথ উদ্যোগে সামিউল ফিরে পেয়েছে দৃষ্টি। এবার তার আরেকটি স্বপ্ন পূরণের পালা। গত ৯ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হয়েছিল সামিউল। সামিউলের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে ‘স্বপ্ন দেখে চোখ’ শুরু করবে তার আনুষ্ঠানিক যাত্রা। খুব শিঘ্রই জিটিভির পর্দায় দেখা যাবে ‘স্বপ্ন দেখে চোখ’ অনুষ্ঠানটি। জিটিভি বিশ্বাস করে, ‘স্বপ্ন দেখে চোখ’ শুধুমাত্র একটি টেলিভিশন অনুষ্ঠান নয়, বরং হাজারো অদেখা জীবনের সুখ দুঃখের প্রতিফলন। দৃষ্টিহীনদের দৃষ্টি ফিরিয়ে দেয়ার মধ্য দিয়ে জিটিভি আরো দৃঢ় প্রত্যয়ে বলতে চায় ‘যা দেখতে চান পাবেন’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন