বিনোদন ডেস্ক : কণ্ঠ শিল্পী মীর শহিদের চতুর্থ একক অ্যালবাম ‘ভালোবাসি তোমায়’ প্রকাশিত হতে যাচ্ছে। অ্যালবামের কাজ শেষ পর্যায়ে। এই অ্যালবামে ‘মা’ শিরোনামে একটি গানসহ রোমান্টিক ও মেলোডি ধাঁচের আটটি গান থাকছে। ৭টি গান লিখেছেন গীতিকার আলমগীর লাভলু এবং ১টি গান লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন নবীন সংগীত পরিচালক আলাউদ্দিন হক। ইতোমধ্যে শহিদের প্রকাশিত তিনটি একক অ্যালবাম হচ্ছে, ‘অমাবশ্যার চাঁদ’, ‘তুমিও কাঁদবে পাষানি’ এবং ‘স্বপ্ন দেখাও বন্ধু।’ সুরঞ্জলী এবং সংগীতার ব্যানারে অ্যালবামগুলো প্রকাশিত হয়। মীর শহিদ বলেন, ‘গানের ভুবনে আসার পেছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। ছোট বেলা থেকেই ঢাকায় বড় হয়ে ওঠা। গানের হাতে খড়ি হয়েছে সিলেটের ওস্তাদ চিত্তরঞ্জন দেবের কাছে। দীর্ঘ দিন তার কাছে তালিম নেয়ার পর ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে তালিম নিয়েছি। এরপর সার্বিক সহযোগিতায় পেয়েছি অর্জুন কুমার বিশ্বাসের কাছ থেকে। শিঘ্রই নতুন অ্যালবাম বাজারে আসছে। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন