বিনোদন ডেস্ক : আজ চিত্রনায়িকা কেয়া ও টিভি অভিনেত্রী মৌসুমী হামিদের জন্মদিন। জন্মদিন উপলক্ষে তারা বিশেষ কোন আয়োজন করছেন না। কেয়া বলেন, ‘জন্মদিনে সাধারণত আমি বিশেষ কোন কিছুই করি না। কেন যেন এটা আমার করা হয়ে উঠে না। তবে এটা সত্য যে দিনটিতে নানাভাবে সারপ্রাইজড হই আমি। জানি না এবার এমন কিছু হবে কী না। তবে দিনটি পরিবারের সাথেই কাটাতে ভালোবাসি। মৌসুমী হামিদ বলেন, ‘জন্মদিন উপলক্ষে আমি বিশেষ কিছু করছি না। তবে সন্ধ্যার সময়টুকুু বিশেষভাবে কাটাতে পারি। বিশেষ এই দিনটিতে সবার ভালোবাসা, দোয়া চাই বেশি বেশি যেন ভালো ভালো গল্পের নাটক টেলিফিল্মে কাজ করতে পারি। এদিকে মুভি প্ল্যানেট প্রযোজিত ও সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘বø্যাকমানি’ সিনেমায় কেয়া ও মৌসুমী হামিদ একসঙ্গে অভিনয় করেছিলেন। এটি গত বছর মুক্তি পায়। এতে তাদের বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। তারপর আর তাদের একসঙ্গে অভিনয় করা হয়নি। জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে এই দুই অভিনেত্রীকে শুভেচ্ছ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন