রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে পরিবহন শ্রমিক ইউনিয়ন আহুত কর্মবিরতি স্থগিত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ৬:২১ পিএম

সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবের আশ্বাসে ও শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সিলেটে পরিবহন শ্রমিক ইউনিয়ন আহুত কর্মবিরতি বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ রোববার বিকেলে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল ইসলাম উপস্থিত হয়ে কর্মবিরতি স্থগিতের অনুরোধ জানান। সভা চলাকালে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব টেলিফোনে পরিবহন শ্রমিক ইউনিয়নের ন্যায্য দাবী দাওয়া বাস্থবায়নে বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক সহ প্রশাসনের উর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে বৈঠকে বসে নিষ্পত্তি করার আশ্বান প্রদান করেন। সিলেট-৩ আসনের এমপি মহোদয়ের আশ্বাসে সোমবার থেকে ঘোষিত পরিবহন শ্রমিকদের কর্মবিরতি বৃহস্পতিবার পযন্ত স্থগিত করেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিমের পরিচালনায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউনিয়নের কার্যকরী সভাপতি রুনু মিয়া, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক মোঃ হারিছ আলী, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, সদস্য মোঃ আতিক মিয়া, মোঃ সাহেদ মিয়া, মোঃ মকবুল হোসেন বাদল, মোঃ আলাউদ্দিন, মোঃ রিপন শাহ, মোঃ জসিম উদ্দিন প্রমূখ। সভাপতির বক্তব্যে হাজী মোঃ ময়নুল হোসেন বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ, ট্রাফিক এডিসি জ্যাতির্ময় সরকার, ট্রাফিক সার্জন নুরুল আফছারকে প্রত্যাহার, মেয়াদোত্তীর্ণ সকল সেতু থেকে টোল আদায় বন্ধ এবং ৩ বছর আগে শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার শ্রমিকদের মুক্তিসহ ৬ দফা দাবীতে সোমবার সকাল থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের আশ্বাসে আমরা কর্মসূচী স্থগিত করেছি। বৃহস্পতিবার এমপি মহোদয়ের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত বৈঠকের পর পরবর্তী করণীয় নির্ধারণে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য-শনিবার সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে শ্রমিক নেতারা নিম্নুক্ত দাবী জানান: ট্রাফিক পুলিশ কর্তৃক হয়রানি বন্ধ, সিলেটে যেহেতু পার্কিং এর স্থান নেই সেহেতু রং পার্কিং এর মামলা বন্ধ ও দুর্ঘটনা কবলিত গাড়ি ছাড়া রেকারিং বিল আদায় বন্ধ করা, ট্রাফিকের ডিসি ফয়ছল মাহমুদ, ট্রাফিক এডিসি জ্যাতির্ময় সরকার ও ট্রাফিক সার্জন নুরুল আফছারকে প্রত্যাহার, মেয়াদ উত্তীর্ণ লামাকাজি সেতু, শেওলা সেতু, শেরপুর সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ ও শাহপরাণ সেতু থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে হবে। এছাড়াও বিআরটিএ সিলেট অফিসে শ্রমিক হয়রানি বন্ধ ও নবায়ন ড্রাইভিং লাইসেন্স তিন মাসের মধ্যে ও নতুন ড্রাইলেন্স ছয় মাসের মধ্যে দেওয়ার ব্যবস্থা করা। এছাড়াও ৩ বছর আগে শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার শ্রমিকদের মুক্তি ও গাড়ির ডাবল আয়কর বন্ধ করার দাবী জানানো হয়। মানববন্ধনে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন