শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া : নেটিজেনদের দোয়া কামনা

শাহেদ নুর | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৯:১২ পিএম

শারীরিক অসুস্থতা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। অসুস্থ খালেদা জিয়া সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া প্রার্থনা করেছেন নেটিজেনরা।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে ১৯ জুন গুলশানের বাসভবনে ফেরেন তিনি।

তাঁর বর্তমান অবস্থা প্রসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। শরীরে তাপমাত্রাও আছে কিছুটা। এভারকেয়ারে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাব উদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড উনার সব কিছু পর্যালোচনা করবেন। বোর্ড তাকে দেখবেন, এরপর তার সর্বশেষ অবস্থা জানা যাবে।

এ প্রসঙ্গে শহিদুল ইসলাম বাবুল ফেইসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের প্রতিচ্ছবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতাল গিয়েছেন। অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। মাদার অব ডেমোক্রেসি, আমাদের মাতৃতুল্য দেশনেত্রীর জন্য সবাই রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন।’

বেগম জিয়ার সুস্থতা কামনা করে হাফিজুর রহমান হাসান লিখেছেন, ‘ইনশা আল্লাহ, দেশ ও জাতির ভালবাসায় বেগম খালেদা জিয়া আবার রাজনীতির ময়দানে, দেশবাসীর জন্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের মাঝে ফিরে আসবেন সুস্থ হয়ে- এই দোয়া কামনা করি, আমিন।’

মুক্তাদির মনির লিখেছেন, ‘ফি আমানিল্লাহ .... আল্লাহ তায়ালার নিকট দোয়া করি, আল্লাহ তা'আলা যেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ রাখেন, আমিন।’

অ্যাডভোকেট আবদুর রাজ্জাক লিখেছেন, ‘মতাদর্শে ভিন্ন হলেও আমরা তাঁর সুস্থতা কামনা করছি, মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক।’

আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থনা করে এ এফ হাবিবুল্লাহ লিখেছেন, ‘দেশনেত্রী আপোষহীন তিন বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘ নেক হায়াত কামনা করছি, এক মহান আল্লাহ পাকের দরবারে, আমিন।’

আসাদুজ্জামান আসাদ লিখেছেন, ‘রাজনীতিতে একজন ভদ্র, মার্জিত, রুচিশীল মনের অধিকারী আপোষহীন দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ তাকে সুস্থতা দান করুক।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Burhan uddin khan ১২ অক্টোবর, ২০২১, ১০:৪০ পিএম says : 0
Allah will help her
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন