শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টানা ৩ দিন করোনায় মৃত্যু নেই সিলেটে, শনাক্ত ৩ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ২:০০ পিএম

টানা তিনদিন করোনায় মৃত্যুহীন দিন পার করলো সিলেটে। সর্বশেষ ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন মাত্র ৩ জন করোনা রোগী। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় প্রদত্ত তথ্যে মতে, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে কোনো করোনাক্রান্ত ব্যক্তি মারা যাননি সিলেট বিভাগে। মৃতের সংখ্যা তাই ১১৬৯ জনই আছে। এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট মৃতের সংখ্যা ৯৭৬ জন, সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৮ জন রয়েছেন হবিগঞ্জে। গত রোববার সকাল ৮টা থেকে এখন অবধি সিলেটে কোনো করোনা রোগী মারা যাননি। এদিকে, সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট ২ জন, সুনামগঞ্জের ১ জন, কোনো রোগী শনাক্ত হননি মৌলভীবাজারও হবিগঞ্জে ।৮২২ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদের । শনাক্তের হার ০ দশমিক৩৬। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৭৩১ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৩১ জনসহ সিলেট শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৭১৪ জন, সুনামগঞ্জের ৬২৪৪ জন, মৌলভীবাজারের ৮১৩১ জন ও ৬৬৪২ জন রয়েছেন হবিগঞ্জে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, গত চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৫ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৫৫৬ জন। সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্তমানে ২৪ জন করোনা রোগী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন