শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ই-কমার্সের চাকরি ছেড়েছেন চিত্রনায়ক নিরব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে শোবিজের অনেক তারকাই যুক্ত হয়েছিলেন। কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, কেউ পাবলিক রিলেশন অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন। তবে সম্প্রতি বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাপক দুর্নীতির কারণে এর সাথে সংশ্লিষ্ট তারকারা নিজেদের সরিয়ে নিয়েছেন। এর মধ্যে চিত্রনায়ক নিরবও আছেন। অভিনয়ে বড় পর্দায় নিজেকে মেলে ধরেছেন তিনি। গত ১ আগস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম শ্রেষ্ঠ’র জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। তবে দুই মাস প্রতিষ্ঠানটিতে চাকরি করার পর তা ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন নিরব। চাকরি ছাড়া প্রসঙ্গে নিরব বলেছেন, অভিনয়ের কারণে ছেড়েছি। আমি এখন শুধু অভিনয়েই মনোযোগ দিতে চাই। হাতে অনেকগুলো সিনেমার স্ক্রিপ্ট। পাশাপাশি নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। তাছাড়া বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের বিরূপ ধারণা সৃষ্টি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছি। নিরব জানান, সম্প্রতি আমি বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাগুলোর শুটিং একটানা চলবে। পাশাপাশি মুক্তি প্রতিক্ষিত সিনেমাগুলোর প্রচার-প্রমোশনেও সময় দিতে হবে। তাই চাকরি কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সে কারণেই নিজ থেকে ছেড়ে দিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন