শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভারতকে পিছনে রেখে বাংলাদেশ এগিয়ে -পঞ্চগড়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ৩:২৯ পিএম

ভারতকে পিছনে রেখে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। বিভিন্ন সূচক খাতা,বইপত্র,দুনিয়ার হিসাব ঘেটে দেখেন আমাদের রেঙ্কিং কোথায়। আর বিএনপি বলে আমরা না-কি ভারতের দাস।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক একথা বলেন।

তিনি আরোও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব থাকাকালে ভাল কাজের জন্য আন্তজার্তিক সম্মাননা এনেছেন ২৬ বার। আর

বিএনপি অপপ্রচার আর দূর্নীতিতে চাম্পিয়ন। এতিমের টাকা খেয়ে একজন পলাতক, আরেকজন প্রধানমন্ত্রীর দয়ায় জেলের বাইরে।

মন্ত্রী বলেন, হাওয়া ভবনে বসে বিএনপি সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য পরিকল্পনা করেছিল। ২০০৪ সালে যে গ্রেনেড হামলা আইভি রহমানসহ ২৪ জন মারা গেছে, এই পরিকল্পনাও হয়েছিল হাওয়া ভবন থেকে।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী বলেন, যাদের জমি নাই, বাড়ি নাই তাদেরকে পর্যায়ক্রমে বাড়ি করে দেয়া হবে। ডিজিটাল সনদ দেয়া হবে সবাইকে, গলায় ঝুলিয়ে হাঁটতেও পারবেন।

জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম এর সঞ্চালনায়, জেলা প্রশাসনের আয়োজনে, এসময় পঞ্চগড় ১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চগড় ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড়ের প্রাক্তন জেলা প্রশাসক ডা. সাবিনা ইয়াসমিন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, মেয়র পৌরসভা পঞ্চগড় , জাকিয়া খাতুন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী শামছুজ্জামান প্রমূখসহ , জাতির শ্রেষ্ঠ সন্তান উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধা, দলিয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন