শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে যুক্তরাজ্যের বার্মিংহামে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

যুক্তরাজ্য সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১১:১৬ পিএম

বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার, বাংলাদেশ কাউন্সিল, বাংলাদেশ ওয়েলফেয়ার বার্মিংহামের যৌথ উদ্যোগে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের কার্যালয় আষ্টনে, গত ১৩ অক্টোবর বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং সকল মুর্দাগানের ইসালে সাওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার বার্মিংহামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমদের সভাপতিত্বে এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব কামরুল হাসান চুনুর পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সাবেক দুই সাধারণ সম্পাদক লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স বার্মিংহামের চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসান, সিরাজামমুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টার বার্মিংহামের পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ , কাউন্সিলর জিয়াউল ইসলাম, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্টির পরিচালক, মাওলানা আবুল হাসান, মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দি সহ উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন