শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কেমন আছেন এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান এখন আর চলচ্চিত্রে নেই। এ প্রজন্মের অনেক দর্শক তার সম্পর্কে জানে না। অথচ এ চিত্রনায়ক ক্যারিয়ারে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। ১৯৯৭ সালে প্রথম সিনেমা ‘আমার ঘর আমার বেহেশত’ দিয়েই তিনি আলোচনায় আসেন। সিনেমাটি ব্যাপক ব্যবসা সফল হয়। অনেক ব্যবসা সফল সিনেমার নায়ক শাকিল খান এখন কেমন আছেন। জানা যায়, শাকিল খান বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে বেশ সুখে আছেন। জীবিকা হিসেবে ব্যবসা-বাণিজ্য করছেন। রোজ হারবাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। ঢাকার বাংলামোটরে এর অফিস। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও যোগ দিয়েছেন তিনি। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন। সেখান থেকে দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। এছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশে জমি কিনেছেন। উল্লেখ্য, শাকিল খানের আসল নাম শাকিব আহসান। চলচ্চিত্রে তিনি পরিচিত হন শাকিল খান হিসেবে। তার জন্মতারিখ ৩ নভেম্বর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Ahsanul ১৪ অক্টোবর, ২০১৬, ১:৫৫ এএম says : 0
Well done.
Total Reply(0)
আবদুলা ১৬ মে, ২০১৮, ৮:৩৫ এএম says : 0
বই
Total Reply(0)
আনিছ ২৮ জুন, ২০১৮, ৯:২৮ এএম says : 0
এখানে আপনি আপনার মন্তব্য করতে পারে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন