স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছিল।আজ রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দেশের অগ্রগতি থামাতেই মন্দিরে পবিত্র কুরআন শরিফ রাখা হয়েছিল।
তাজুল ইসলাম বলেন, মন্দিরে পবিত্র কুরআন কীভাবে গেলো, কে নিয়ে গেলো? উদ্দেশ্য দাঙ্গা লাগানো। দাঙ্গা লাগাতে পারলে দেশের অগ্রগতি বন্ধ হয়ে যাবে, আর বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডসহ আরও অনেকে উপস্থিত ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন