দুই মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।
মুক্তির পর কারাগারের গেটে বিপুল সংখ্যক নেতাকর্মী জুয়েলকে ফুল দিয়ে বরণ করেন।বিষয়টি নিশ্চিত করেন ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সাবেক সহসভাপতি মারজুক আহমেদ।
মুক্তি পেয়েই ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল তার ফেসবুকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্ট্যাটাস দেন।স্ট্যাটাসে লিখেন, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, আমার মায়ের মুক্তি চাই’; ‘তারেক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।
গত ২৩ আগস্ট যাত্রাবাড়ীর কাজলা থেকে সাইফ মাহমুদ জুয়েলকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন