শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

লাভ স্টোরি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ১২:১০ এএম


১. লাভ স্টোরি
২. কিসমত ২
৩. থালাইভি
৪. চেহরে
৫. ভুজ : প্রাইড অফ ইন্ডিয়া

লাভ স্টোরি
শেখর কাম্মুলা পরিচালিত তেলুগু ভাষায় রোমান্স ড্রামা।
শহরতলি থেকে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে মহানগরে এসেছে রেবন্ত (নাগা চৈতন্য); মাকে বলে এসেছে কঠোর পরিশ্রমে সাফল্য লাভ করবে সে। সাফল্য তার জন্য জরুরী কারণ সে নিম্ন বর্ণের হিন্দু, শৈশব থেকে এ কারণে বারবার নিগৃহীত হতে হয়েছে তাকে। শহরে এসে সে নিজের জুম্বা (নাচের মাধ্যমে শরীরচর্চার একটি মাধ্যম) সেন্টার খোলে। অন্য দিকে একই এলাকার মৌনীও (সাই পল¬বী) হায়দ্রাবাদ এসেছে কাজের খোঁজে। আইটি পেশায় তার কাজের ইচ্ছা। ঘটনাক্রমে রেবন্তের সঙ্গে মৌনীর পরিচয় এবং অন্তরঙ্গতা হয়। রেবন্ত তাকে তার নাচের দক্ষতা দেখে জুম্বা সেন্টারে কাজ করার প্রস্তাব দেয়। নরসিমহাম (রাজীব কনকালা) কম দামে মৌনীর জমি কিনে নিতে চায় আর তার ছোট বোনের ওপর রয়েছে তার কুনজর। বোনের ক্ষতির শঙ্কায় মৌনী দেশে ফিরে যায়। তাকে অনুসরণ করে রেবন্তও সেখানে গিয়ে তার পাশে দাঁড়ায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন