২০১৫ সালে সঙ্গীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ফাতিমা তুয যাহরা ঐশী। ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম প্রকাশ করার মাধ্যমে তার এই যাত্রা শুরু হয়। গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন। চলচ্চিত্রে প্লেব্যাক করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তবে গানের পাশাপাশি তিনি ছিলেন মেডিকেলের একজন ছাত্রী। এখন এমবিবিএস পাস করেছেন। আজ ১৮ অক্টোবর ঐশীর এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেখানে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। চিকিৎসক হয়েছেন। ঐশী বলেন, আলহামদুলিল্লাহ। আমি এখন ডাক্তার ঐশী। ডাক্তারী পড়ার স্বপ্নটা ছোটবেলা থেকেই দেখে আসছি। অনেক ত্যাগ, পরিশ্রম আর কষ্টের ফল আজকের এই অর্জন। এই সময়টায় বিভিন্নভাবে যারা আমাকে সাপোর্ট করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য, ২০১৫-১৬ সালে বর্ষে ঢাকার শমরিতা মেডিকেল কলেজে ভর্তি হন ঐশী। ২০২০ সালের নভেম্বরে তার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে পরীক্ষা দিয়ে এই সাফল্য অর্জন করলেন এই গায়িকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন