১৯৯২ সালে মুক্তি পাওয়া ডিজনির ‘আলাদিন’ সফলতম এনিমেটেড ফিল্মের একটি। আধা বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে ফিল্মটি। একই স্টুডিও এবার চলচ্চিত্রটির লাইভ-অ্যাকশন সংস্করণ নির্মাণ করবে। সব ঠিক মত এগোলে গাই রিচি চলচ্চিত্রটি পরিচালনা করবেন। তাই যদি হয় রিচি আবার প্রযোজক ড্যান লিনের সঙ্গে কাজ করবেন। তারা দুজন ‘শার্লক হোমস’ চলচ্চিত্রগুলো নিয়ে একসঙ্গে কাজ করেছেন।
জনাথান আইরিক নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। রিমেক চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জন অগাস্ট।
১৯৯২ সালের ফিল্মটির অনেক সঙ্গীত উপাদান নতুন ফিল্মটিতে থাকবে। জিনি চরিত্রটি কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়েই নির্মাতারা বেশি ভাবছে। এনিমেটেড ফিল্মটির ইচ্ছা পূরণকারী জিনের ভূমিকায় অবিস্মরণীয় ভয়েস-ওভার করেছিলেন রবিন উইলিয়ামস।
চলচ্চিত্রটির কাহিনী নিয়ে ২০১৪ সালে ব্রডওয়েতে একটি নাটকও মঞ্চস্থ হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন