‘সরস্বতীচন্দ্র’ সিরিয়ালে পজিটিভ চরিত্রে কাজ করার পর অভিনেত্রী জেনিফার উইঙ্গেট এখন সোনি টিভির ‘বেয়াদ’ সিরিয়ালে খল ভূমিকায় অভিনয় করছেন।
এক বছর ঘর করার পর ২০১৪তে টিভি অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। তিনি জানান অতীতের অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী মানুষে পরিণত করেছে। করণ এখন অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সংসার করছেন। করণের সঙ্গে তিনি বন্ধুত্ব করতে চান কিনা জানতে চাইলে জেনিফার বলেন, “নয় কেন? আমরা অনেক কিছু একসঙ্গে ভাগাভাগি করেছি। আমি মনে করি সবারই ভাল আর মন্দ দিক থাকে। আমার মনে হয় সবসময় মানুষের মন্দ দিকগুলো বড় করে দেখতে নেই বরং ভালগুলোকেই গুরুত্ব দেয়া দরকার কারণ আমাদের সবারই কোন না কোনও খুঁত আছে।”
জেনিফার এখনও বিয়েতে বিশ্বাস করেন এবং কখনও প্রেমে পড়বেন না এমন মনে করেন না। “পারস্পরিক বোঝাপড়া থাকলে আর একসঙ্গে আমৃত্যু থাকতে চাইলে বিয়ে একটি সুন্দর ব্যবস্থা। বিয়ে অসাধারণ আর আমি চাই সবার দাম্পত্য জীবন সুন্দর হোক। আমি প্রেমের জন্য দরজা বন্ধ করিনি, এটি অতুলনীয় অনুভূতি,” তিনি বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন