বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুই বাংলার নাট্যদলগুলোর অংশগ্রহণে গঙ্গা-যমুনা নাট্যোৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়, ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির অর্থায়নে এ উৎসব অনুষ্ঠিত হবে। শেষ হবে ৩০ অক্টোবর। আর এবারের আয়োজনটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত লেখক সৈয়দ শামসুল হককে। জানা গেছে, গঙ্গা-যমুনা নাট্যোৎসব-এ অংশ নিতে আসছেন ভারতের নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার ও প্রবীর গুহ। উৎসবে সৈয়দ হকের লেখা পায়ের আওয়াজ পাওয়া যায়, তোরা সব জয়ধ্বনি কর, ম্যাকবেথ ও ঈর্ষা মঞ্চায়িত হবে। নাটক, আবৃত্তি, নৃত্য ও পথনাটকের ৮৫টি দল অংশ নেবে উৎসবে। নাটক মঞ্চায়নের আগে একাডেমির উন্মুক্ত চত্বরে বিকেল ৫টা থেকে প্রতিদিন দুজন আবৃত্তিশিল্পী ও দুজন সংগীতশিল্পী তাদের পরিবেশনা উপস্থাপন করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন