বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আবারও প্রচার শুরু হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক আলিফ লায়লা

প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিটিভিতে প্রচারিত এক সময়ের জনপ্রিয় সিরিয়াল আলিফ লায়লা আবার প্রচার শুরু হচ্ছে। আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিকটি প্রচার করবে জিটিভি। আগামী নভেম্বর থেকে এটি প্রচার করবে বলে নিশ্চিত করেছে টেলিভিশনট কর্তৃপক্ষ। চ্যানেলটি জানায়, ভারতীয় প্রতিষ্ঠান সাগর ফিল্মস প্রাইভেট লিমিটেডের নির্মিত পুরনো সেই সিরিজটিই প্রচার করবে জিটিভি। সপ্তাহে একাধিক দিন এটি প্রচার হবে। আলিফ লায়লা ইসলামী সভ্যতার অন্যতম একটি সাহিত্য নিদর্শন। খলিফা হারুন-অর-রশীদের খিলাফতকালে রাজধানী বাগদাদের বিখ্যাত সাহিত্যিকরা লেখেন এই কাহিনী। যা পরবর্তীতে আরব্য রজনী নামে সারাবিশ্বে খ্যাতি অর্জন করে। এই সিরিজের প্রধান গল্প ও চরিত্রগুলোর মধ্যে রয়েছে আলাদিনের জাদুর চেরাগ, আলী বাবা ও চল্লিশ চোর, আল্লাহর উপর আস্থাবান সাহসী নাবিক সিন্দবাদের যাত্রা, সাহসী যুবক জালাল তালেবর, অত্যাচারী ডাকাত কেহেরমান এবং মায়াময়ী জাদুকরী মালিকা হামিরার কাহিনী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ফারুক হোসেন ১৫ অক্টোবর, ২০১৬, ৯:০২ এএম says : 0
একসময় খুব পাগল ছিলাম অনুষ্ঠানটির জন্য ।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন