শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জার্মানে শ্লিঙ্গেল চলচ্চিত্র উৎসবে সেরা রিকশা গার্ল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

জার্মানিতে অনুষ্ঠিত ২৬তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা হয়েছে অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’। সিনেমাটি উৎসবে সেরা সিনেমার পুরস্কারে (এসএলএম টপ অ্যাওয়ার্ড) পুরস্কৃত হয়েছে। উৎসবে প্রতিযোগিতার জন্য ৭৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ১১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অংশ নেয়। ‘রিকশা গার্ল’ বাংলাদেশ আমেরিকার যৌথ প্রযোজনার সিনেমা। শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি প্রতি বছর শিশু কিশোরদের জন্য নির্মিত চলচ্চিত্র থেকে বাছাই করে বিভিন্ন বিভাগে মনোনয়ন দিয়ে থাকে। মনোনীত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে পেশাদার বিচারকমন্ডলী কর্তৃক নির্বাচিত আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রিকশা গার্ল’ সর্বোচ্চ পুরষ্কার পায়। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ বইটি ২০০৭ সালে নিউইয়র্কে সর্বাধিক বিক্রি হয়েছিল। এই উপন্যাসের ছায়া অবলম্বনে চিত্রনাট্য করেছেন নাফিস আমিন ও শর্বরী জোহরা আহমেদ। ‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজক এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল, শিহাব আহমেদ সিরাজী এবং আসাদুজ্জামান সকাল। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন মাইকেল ভ্যানডেওয়ালে।‘রিকশা গার্ল’ সিনেমার মূল চরিত্র নাঈমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। আরও আছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন