শুভাঙ্গী আত্রে আঙ্গুরি ভাবির ভ‚মিকায় শিল্পা শিন্দে’র স্থলাভিষিক্ত হবার পর ‘ভাবি জি ঘর পার হ্যায়’ সিরিয়ালের যা কিছুটা ঘাটতি ছিল নির্মাতারা নতুন নতুন চমক যোগ করে তা পূরণ করে যাচ্ছে। এক সপ্তাহ আগে সানি লিওনি পুরো এক সপ্তাহ অ্যান্ডটিভির সিরিয়ালটিতে টানা অভিনয় করে দর্শকদের চমৎকৃত করেন। এবার সিরিয়ালটিতে গø্যামার যোগ করতে যাচ্ছেন বিপাশা বসু।
সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে বিপাশা বসু সিরিয়ালটির জন্য শুটিংয়ে অংশ নিয়েছেন। কমেডিতে বিপাশা নতুন নন। তিনি বলিউডের ‘নো এন্ট্রি’, ‘ফির হেরা ফেরি’র মতো কমেডি চলচ্চিত্রগুলোতে সফল অভিনয় করেছেন।
সানির মতো তিনি একাধিক পর্বে থাকবেন কিনা অথবা তার ভ‚মিকা সম্পর্কে তথ্য জানাতে পারেনি সূত্র। তবে একটি বিষয় সত্য সিরিয়ালটির আকর্ষণ বেশ বাড়বে তার উপস্থিতিতে।
‘অ্যালোন’ চলচ্চিত্রের তারকাটি স¤প্রতি ‘মাস্টারশেফ ইন্ডিয়া’ রিয়েলিটি শোতে উপস্থিত হয়েছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন