বিনোদন ডেস্ক : অভিনেত্রী মৌটুসী বিশ্বাস নিয়মিত অভিনয় করলেও মাঝে মাঝে উপস্থাপনা করেন। এবার তিনি রান্না বিষয়ক একটি রিয়েলেটি শো উপস্থাপনা শুরু করেছেন। মৌটুসী বলেন, অভিনয়ের বাইরে আমি সচরাচর উপস্থাপনা করি না। তবে অনুষ্ঠানটি রান্না বিষয়ক হওয়ায় উপস্থাপনা করছি। এটি একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। তাই উপস্থাপনাটা বেশ উপভোগ করছি। উল্লেখ্য, দেশের সুপ্ত রন্ধনশিল্পী প্রতিভা অন্বেষণের লক্ষ্যে শুরু হয়েছে টিভি রিয়ালিটি শো মিজান-মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী-২০১৬-এর ধারণ কার্যক্রম। অনুষ্ঠানে দেশের ৭টি বিভাগের নির্বাচিত ৪৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। গ্রæমিং রাউন্ডে প্রতিযোগীদের প্রতিযোগিতা সংক্রান্ত নানা বিষয়ে ধারণা দেয়া হয়। ৪৯ জন প্রতিযোগীকে নিয়ে গত ১১ অক্টোবর থেকে শুরু হয়েছে মূল পর্বের ধারণ কার্যক্রম। এ কার্যক্রম ১৬ অক্টোবর পর্যন্ত। অনুষ্ঠানটির প্রচার হবে ১৭ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার, রাত ৮টা ৪০ মিনিটে এটিএন বাংলায়। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আবদুল্লাহ রানা, প্রযোজনা আসলাম শিকদার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন