স্টাফ রিপোর্টার : আমাদের দেশে এখন অনেক আন্তর্জাতিকমানের সিনেমা তৈরি হচ্ছে। আগে যেসব সিনেমা আমরা দেখেছি এবং দেখছি, এগুলো আমাদের দেশের সম্পত্তি, আমাদের শিল্পের নিদর্শন। আমরা আমাদের সিনেমা শিল্পের এ অহংকার ধরে রাখতে পারছি না। গত বৃহস্পতিবার এফডিসিতে র্যাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা মৌসুমী কথাগুলো বলেন। তিনি বলেন, চলচ্চিত্রে আমাদের ব্যবসা না হওয়ায় অনেক ধরনের সিনেমা আমাদের দেশে ঢুকছে। যৌথ প্রযোজনার সিনেমার নামে উল্টাপাল্টা নিয়মনীতি চলছে। যেগুলো আমাদের সরকার ধরতে পারছে না। আমরা নিজেরাও ধরতে পারছি না। আমরা প্রতারিত হচ্ছি। হয়তো আমরা ভাবছি, যৌথ প্রযোজনার সিনেমায় আমাদের একজন নায়ক বা নায়িকা নেয়া হয়েছে। ওপার বাংলা থেকেও নেয়া হয়েছে। কিন্তু দেখা গেল, আমাদের একজন টেকনিশিয়ানও নেই। এতে কি আমরা প্রতারিত হচ্ছি না? আমাদের দেশ প্রতারিত হচ্ছে না? আমাদের ইন্ডাস্ট্রি প্রতারিত হচ্ছে না? এভাবে কি যৌথ প্রযোজনার সিনেমা হয়? আমি মনে করি, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়গুলো গুরুত্বসহকারে দেখা উচিত। উল্লেখ্য, সম্প্রতি র্যাবের অশ্লীলতা এবং অডিও ও ভিডিও পাইরেসি রোধে গঠিত টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণে পাইরেটেড সিডি, সিডি তৈরির সরঞ্জামাদি, অস্ত্রসহ অডিও ভিডিও পাইরেসি চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এফডিসির ৮নং ফ্লোরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, র্যাবের ডিজি বেনজির আহমেদ, কর্নেল আনোয়ারুল লতিফসহ টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা। এছাড়া চলচ্চিত্র অঙ্গন থেকে উপস্থিত ছিলেন চিত্রাভিনেতা ফারুক, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, কেয়া, অভিনেতা ওমর সানী, আমিন খানসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন