শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত -১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ৫:০৭ পিএম

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

শুক্রবার সদর উপজেলার ভেলাজান বাজার নামক স্থানে সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার তারাঞ্জুবাড়ী গ্রামের হালিম উদ্দিন এবং ঢেকনাপাড়া গ্রামের বাছির উদ্দিন। আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় সকালের দিকে ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিলেন হালিমসহ দুইজন। অপরদিকে মোটরসাইকেলে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন বাছির।পথে ভেলাজান বাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান হালিম। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় গুরুত্বর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিংসাধীন অবস্হায় তিনিও মারা যান।

ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভীরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ২ জনের মুৃত্যর বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন