শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাউফলে সড়ক দুর্ঘটনায় তরুনের মৃত্যু

বাউফল উপজেলা (পটুয়াখালী )সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ৬:১০ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. সিয়াম (১৮) নামে এক তরুনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিয়াম উপজেলা দাসপাড়া ইউনিয়নের বাসস্টান্ড এলাকার হাসান মাহমুদ মনঞ্জুর একমাত্র ছেলে ও সিয়াম এ বছর এইচ এস সি পরীক্ষার্থী ছিল।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিয়াম তার বন্ধু তুষারকে (১৮) নিয়ে মটরসাইকেল যোগে উপজেলার বিলবিলাস গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান যায়। অনুষ্ঠান থেকে দাসপাড়া বাসস্টান্ড এলাকার নিজ বাড়ি ফেরার পথে সন্ধায় উপজেলার কাগজীরপুল এলাকায় একটি টমটমের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয় তারা। আহত অবস্থায় সিয়াম ও তুষারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপড় গুরুতর আহত সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকাল ১০টায় চিকিৎসারত অবস্থায় সিয়ামের মৃত্যু হয়।
সিয়ামের চাচা মনির হোসেন বলেন, আমার একমাত্র ভাতিজার এমন অকাল মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছিনা।
সিয়ামের মৃত্যুতে তাঁর পরিবার ও সহপাঠিদের মধ্যে শোকের মাতম চলছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন