বিনোদন ডেস্ক : ভেলেন্টাইন ডে উপলক্ষে অডিও প্রযোজনা সংস্থা ঈগল মিউজিক বেশ কয়েকটি অডিও অ্যালবাম ও মিউজিক ভিডিও প্রকাশ করেছে। এগুলোর মধ্যে রয়েছে আবিদ রনীর সুর ও সঙ্গীতায়োজনে মিক্সড অ্যালবাম ‘খুঁজি তোরে’। অ্যালবামটিতে ১টি ডুয়েট গানসহ মোট গান রয়েছে ৮টি। গানগুলো গেয়েছেন শোয়েব, কনা, পারভেজ, আতিক শামস, নিকার, আবদীন (পাপি মনা) ও শাকিল। গানগুলোর রচয়িতা হিসেবে রয়েছেন প্রদীপ সাহা ও আবিদ রনী। তারেক আনন্দ-এর কথা ও আয়োজনে ‘আনন্দের গান-২’। অ্যালবামে গান থাকছে ৬টি। কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, ন্যানসি, কাজী শুভ, বেলাল খান, ইলিয়াস হোসাইন, খেয়া ও চৈতী মুৎসুদ্দী। সুরকার ও সংগীত পরিচালক হিসেবে রয়েছেন জে.কে. সজীব দাস, কাজী শুভ, বেলাল খান, রাফি মোহাম্মদ, রেজওয়ান শেখ, ইলিয়াস হোসাইন ও মার্সেল। শারমিন দিপুর প্রথম একক অ্যালবাম ‘কাব্য’। তিনটি ডুয়েট এবং ৫টি একক দিয়ে সাজানো হয়েছো অ্যালবামটি। গানগুলো লিখেছেন মিলন মাহমুদ, কাবন্দ রাইহান, ইকবাল খন্দকার, শিহাব রিপন ও মাহমুদ শাওন। গান গেয়েছেন মিলন মাহমুদ, বেলাল খান এবং প্রতীক হাসান। সঙ্গীতায়োজন করেছেন মুসফিক লিটু, প্রীতম হাসান, শিহাব রিপন ও শচি শাম্স। ইংল্যান্ড প্রবাসী নবীন শিল্পী নাদিয়ার প্রথম একক অ্যালবাম ‘নাদিয়া’য় থাকছে ৯টি গান। এর মধ্যে ৫টি ডুয়েট এবং ৪টি একক। তার সাথে গেয়েছেন ইমরান, নাদিয়া, অয়ন চাকলাদার, মিলন ও স্বাধীন। গীতিকার হিসেবে আছেন ফয়সাল রাব্বেকীন, ¯েœহাশীষ ঘোষ, শ্রাবণ সাব্বীর, সায়েদ আতিক ও পলাশ উদ্দীন। এই অ্যালবামটিতে একটি ইংরেজী গান রয়েছে যার গীতিকার এবং শিল্পী নাদিয়া নিজেই। গানগুলোর সঙ্গিতায়োজন করেছেন ইমরান, অয়ন চাকলাদার ও নাসিফ অনি। আদিত্য রুপুর কথা এবং সাহেদ এর সুর ও সংগীতে মিশ্র অ্যালবাম ‘নির্বাসন’। অ্যালবাম রয়েছে মোট ৮টি গান। কণ্ঠ দিয়েছেন অনন্যা, সেরা কন্ঠ খ্যাত লুইপা, ফারাবি, মেহেদী। এছাড়াও আছেন মনির হোসেন, আত্তীন, আসিফ, হীরা সাঈদ, সায়েম, সাহেদ ও আদিত্য রুপু। ভিডিও গানের মধ্যে রয়েছে ‘খুঁজি তোরে’। প্রদীপ সাহার কথা, আবিদ রনীর সুর ও সঙ্গীতায়োজনে গানটি গেয়েছেন শোয়েব। ভিডিও নির্মাণ পরিচালনা করেছেন শাহরিয়ার পলক ও মুস্তাফি শিমুল এবং অভিনয় করেছেন নাভিদ মুনতাসির ও তাহা চৌধুরী। লুৎফর হাসান-এর জনপ্রিয় একক অ্যালবাম ‘বিরহ উদ্যান-এর ‘নদী’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। কাসাফাদ্দৌজা নোমান এর কথা ও আহমেদ হুমায়ূন এর সুরে করা এই গানটির ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। ‘ইচ্ছেডানা’ অ্যালবামের ‘মন করেছ চুরি’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন জাহান ইফতেখার। কাজী শুভর কন্ঠের এই গানটি লিখেছেন রাব্বি আর. বি. এবং সুর করেছেন জে.কে.। শারমিন দিপুর প্রথম একক অ্যালবাম ‘কাব্য’র ‘দূরে যেও না’ গানটির মিউজিক ভিডিও করা হয়েছে। মাহমুদ শাওন এর লেখা ও শচি শাম্স এর সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন মিলন মাহমুদ ও শারমিন দিপু। মিউজিক ভিডিওতে ও একসাথে দেখা যাবে এই দুইজনকে। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন