সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পথনাটকের মাধ্যমে জনসচেতনতায় তুষার খান

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অভিনেতা তুষার খান এবার জনসচেতনতায় সম্পৃক্ত হলেন। গত এক বছর ধরে জনসচেতনতামূলক বিভিন্ন কাজ করে আসছেন তিনি। তার নিজস্ব ‘ইভেন্ট স্টুডিও’ থেকে এ কার্যক্রম চালাচ্ছেন। মূলত পথ নাটক আয়োজনের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন সমস্যা ও সংকটগুলো তুলে ধরছেন। এজন্য দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে পথ নাটকের আয়োজন করে চলেছেন। তুষার বলেন, ‘অভিনয় আমার ধ্যান জ্ঞান। তাই অভিনয়ের মাধ্যমটিকেই জনসচেতনতার কাজটি করার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্য আমরা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে পথনাটক করেছি। এতে সাধারণ মানুষের সাড়াও পাচ্ছি। এছাড়া ইভেন্ট স্টুডিও থেকে আরও বেশ কিছু প্রজেক্ট হাতে নিচ্ছি। এগুলো ধারাবাহিকভাবেই সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হবে।’ এদিকে তুষার খান নিয়মিত অভিনয় করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এনটিভির প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বাক্সন্দী’তে। এছাড়া শিগগিরই তিনি শুরু করবেন চয়নিকা চৌধুরীর নির্দেশনায় নতুন একটি ধারাবাহিকের কাজ। উল্লেখ্য, ‘আরন্যক’র হয়ে তুষার খান সবচেয়ে বেশি অভিনয় করেছেন ‘ইবলিশ’ নাটকে। এর দু’শতাধিক শো’তে তিনি অভিনয় করেন। এছাড়া ‘ওরা কদম আলী’, ‘ময়ূর সিংহাসন’সহ আরো বেশকিছু নাটকে নিয়মিত অভিনয় করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন