শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সালমার স্বামী এখন ব্যারিস্টার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

সঙ্গীতশিল্পী সালমা ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগরকে। তখন তার স্বামী ছিলেন জজ কোর্টের আইনজীবী। পাশাপাশি তিনি লন্ডনের লিংকনস-ইনে ব্যারিস্টারি পড়ছিলেন। অবশেষে তার ব্যারিস্টারি পড়া শেষ হয়েছে। তিনি এখন ব্যারিস্টার। এ নিয়ে সালমা অত্যন্ত খুশি। ফেসবুকে সংবাদটি শেয়ার করে সালমা লিখেন, ‘আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব’। তিনি লিখেন, ‘এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত! ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর মানুষ হিসেবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত! আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব।’ উল্লেখ্য, সালমা নিজেও এখন আইন বিষয়ে পড়াশোনা করছেন। পাশাপাশি সমাজসেবামূলক কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন। মেয়ের নামে গড়ে তুলেছেন সাফিয়া ফাউন্ডেশন। সালমা জানান, গানের পাশাপাশি মানুষদের নিয়েই কাজ করতে চান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন