শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পুত্র সন্তানের মা হয়েছেন পপি!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

চিত্রনায়িকা পপির বিয়ে ও মা হওয়া নিয়ে গুঞ্জণের শেষ নেই। বিগত প্রায় এক বছর ধরে এই গুঞ্জণ চলছে। পত্র-পত্রিকায় সংবাদ পরিবেশিত হলেও তাতে তার কোনো বিকার নেই। এখন আবার তার মা হওয়া নিয়ে গুঞ্জণ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার নাকি তিনি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি নাকি পপির এক কাছের নির্মাতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। আর পপির মোবাইল ফোন দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। নতুন নম্বর নিলেও তা কারো জানা নেই। ফলে পপির সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করতে পারছেন না। তাকে নিয়ে এসব গুঞ্জণের অবসান একমাত্র তিনিই করতে পারেন। কবে তিনি প্রকাশ্যে এসে গুঞ্জণের জবাব দেবেন, তা অনিশ্চিত। বিভিন্ন সূত্রে জানা যায়, পপি বিয়ে করেছেন এবং তিনি গুলশানের একটি ফ্ল্যাটে বসবাস করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Add
নাজমুল হাসান ১ নভেম্বর, ২০২১, ৩:২২ এএম says : 0
যাইহোক, সন্তানকে আদর্শিক শিক্ষা দিন। সমাজের জন্য সম্পদ হিসেবে গগে তুলুন।
Total Reply(0)
Add
Khan Baba ১ নভেম্বর, ২০২১, ৩:২২ এএম says : 0
এটা খবরেরএমন কি.......?
Total Reply(0)
Add
জাকির হোসেন ১ নভেম্বর, ২০২১, ৩:২২ এএম says : 0
ভালো খবর। তবে নতুন অতিখিকে চলচ্চিত্রে না আনার জন্য অনুুরোধ।
Total Reply(0)
Add
তকাউল বারি ১ নভেম্বর, ২০২১, ৩:২৩ এএম says : 0
এতদিন পরে এসে মা হয়েছেন, আশা করি মায়ের মর্যাদাটা রক্ষা করবেন।
Total Reply(0)
Add
প্রভাকর পাল ১ নভেম্বর, ২০২১, ৩:২৪ এএম says : 0
সিনেমা ত্যাগ করে অন্যকিছু করেন সেটাই ভালো হবে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন