বিনোদন ডেস্ক: নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ নাটকে অভিনয়ের পাশাপাশি বর্তমান সময়ে চলচ্চিত্রে অভিনয়েও বেশ সময় দিচ্ছেন। তার অভিনীত মুক্তি প্রতিক্ষীত বেশ কয়েকটি চলচ্চিত্র রয়েছে। তবে সেগুলো মুক্তির আগেও মামুনুর রশীদ নতুন নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মামুনুর রশীদ ‘মেয়েটি এখন কোথায় যাবে’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ইমদাদুল হক মিলনের ‘মেয়েটি এখন কোথায় যাবে’ অবলম্বনে নাদের চৌধুরী নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র। আর এতে মেয়েটির বাবার চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ। এতে অভিনয় প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘চলচ্চিত্রটির গল্প এক কথায় অসাধারণ। গল্পটি পড়ে আমার খুব ভালো লেগেছে। আমার চরিত্রটি চলচ্চিত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। আমার প্রাণপণ চেষ্টা থাকবে চরিত্রটি লেখক এবং পরিচালকের ইচ্ছেমতো ফুটিয়ে তুলতে। শুটিং শুরু হবার পূর্ব পর্যন্ত চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুতি করছি।’ এদিকে মামুনুর রশীদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’। এতে তার সহশিল্পী ছিলেন প্রসেনজিৎ, কুসুম শিকদার’সহ আরো অনেকে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভ‚ষিত হন। এরপর গাজী রাকায়েত’র নির্দেশনায় ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আবারো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মামুনুর রশীদ অভিনীত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্রগুলো হচ্ছে আকরাম খানের ‘খাঁচা’, আরেফিনের ‘ভুবন মাঝি’, ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘বাষ্প¯œান’, হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন মামুনুর রশীদ। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘ঝামেলা আনলিমিটেড’, ‘এই কুলে আমি ঐ কুলে তুমি’ ও ‘চলিতেছে সার্কার্স’ ধারাবাহিক নাটকে। গতকাল থেকে মামুনুর রশীদ টাঙ্গাইলে নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন