বিনোদন ডেস্ক : অভিনেত্রী আলভী নতুন পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকগুলো হচ্ছে এজাজ মুন্নার ‘আস্থা’, ফরিদুল হাসানের ‘বাসন্তীপুর’ ও ‘কমেডি ৪২০’ এবং কায়সারের ‘রূপালী প্রান্তর’ ও ‘মেঘের পালক’। আলভী জানান, নতুন পাঁচটি ধারাবাহিকে তিনি পাঁচটি ভিন্ন চরিত্রে অভিনয় করছেন এবং প্রত্যেকটি চরিত্রই ধারাবাহিকের বেশ গুরুত্বপূর্ণ চরিত্র। এর আগে আলভী নাটকে নিয়মিত অভিনয় করলেও একক বা খÐ নাটকেই ছিল তার বেশি মনোযোগ। যে কারণে এর আগে বেশি বেশি ধারাবাহিক নাটকে তাকে দেখা যেত না। কিন্তু চলতি সময়ে এসে ভালো ভালো গল্পের নাটকের ভালো ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন আলভী। যে কারণে এই সময়ে এসে ধারাবাহিক নাটকে মনোযোগ দিচ্ছেন তিনি। নতুন পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে আলভী বলেন, ‘প্রতিটি নাটকেই আমার চরিত্র নাটকের গল্পে অনেক গুরুত্বপূর্ণ। যে কারণে ধারাবাহিকগুলোতে কাজ করছি। আমি আমার চরিত্রগুলো নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। যারা আমাকে নিয়ে কাজ করছেন তারা বেশ আন্তরিক। তাদের সঙ্গে কাজ করে আমি বেশ তৃপ্ত। বিশেষ করে মুন্না ভাইয়ের কথা না বললেই নয়, তিনি এত যতœ নিয়ে কাজ করেন যা ভাবাই যায় না। এরইমধ্যে আস্থা নাটক প্রচার শুরু হয়েছে এনটিভিতে। যার জন্য বেশ সাড়া পাচ্ছি আমি।’ আলভী জানান, এরইমধ্যে ‘আস্থা’ এনটিভিতে এবং ‘রূপালী প্রান্তর’ এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে। আলভী অভিনীত ‘মেঘের পালক’ ডিসেম্বর থেকে আনন্দ টিভিতে, ‘বাসন্তীপুর’ চ্যানেল আইতে ডিসেম্বর থেকে এবং ‘কমেডি ৪২০’ বৈশাখী টিভিতে নভেম্বরে প্রচার শুরু হবে। ‘মেঘের পালক’-এ আলভীর বিপরীতে আছেন লিটু আনাম, ‘বাসন্তীপুর’-এ মীর সাব্বির এবং ‘কমেডি ৪২০’তে আখম হাসান অভিনয় করছেন। এদিকে মোশাররফ করিমের সঙ্গে আলভী প্রথম অভিনয় করেন ‘কানপড়া’ নাটকে। এটি আলভী অভিনীত বেশ দর্শকপ্রিয় একটি নাটক। বিরতির পর মোশাররফ করিমের বিপরীতে ‘ভ্যান বস্ত্র বিতান’ নাটকে অভিনয় করেন আলী সুজনের নির্দেশনায় গত ঈদে। আলভী অভিনীত প্রচার চলতি অন্যান্য ধারাবাহিক নাটকগুলো হচ্ছে আরটিভিতে ‘অলসপুর’, এশিয়ান টিভিতে ‘তুই কে আমার’, ‘বাদশা স্যারের বিয়ে’, এনটিভিতে ‘ঝরা পাতার গল্প’ এবং বৈশাখী টিভিতে পুনঃপ্রচার হচ্ছে আলভী’র অভিনীত দর্শকপ্রিয় ধারাবাহিক ‘গৃহদাহ’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন