শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সাগর জাহানের নতুন ধারাবাহিক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ছোট পর্দার নির্মাতা সাগর জাহানের নাটকের প্রতি দর্শকের আলাদা আকর্ষণ রয়েছে। তার নাটক বরাবরই ভিন্ন ধারার হয়ে থাকে। তাতে যেমন নির্মল আনন্দ থাকে, তেমনি থাকে আবেগের প্রকাশ। এই নির্মাতা এবার ‘অনলাইন অফলাইন’ নামে নতুন একটি ধারাবাহিক নির্মাণ করেছেন। এটি তিনি নিজেই রচনা করেছেন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মারজুক রাসেল, আখম হাসান, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, সালাহ খানম নাদিয়া, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, নাবিলা ইসলাম, পাভেল ইসলাম প্রমুখ। নির্মাতা জানান, আগামী ১৫ নভেম্বর রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটির প্রথম পর্ব। এরপর রবি থেকে বৃহ¯পতিবার একই সময়ে প্রচার হবে এটি। পাশাপাশি মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলেও মুক্তি পাবে নাটকটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন