রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নতুন ভবনে যাচ্ছে বিসিক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

তেজগাঁও সাতরাস্তা মোড়ে নতুন ভবনে যাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আগামী রোববার থেকে নতুন ভবনে কার্যক্রম শুরু হবে। জানা গেছে, তেজগাঁও-এ বিসিকের বহুতল বিশিষ্ট ভবনটি গণপূর্ত অধিদফতরের মাধ্যমে নির্মিত হয়েছে। ভবনটিতে পার্কিং এর জন্য দু’টি বেজমেন্ট এবং অফিস হিসাবে ব্যবহারের জন্য ১২টি ফ্লোর নির্মিত রয়েছে। যার আয়তন এক লাখ পঞ্চাশ হাজার বর্গফুট।
এদিকে মতিঝিলের বর্তমান বিসিক ভবন থেকে বিসিকের সকল অফিস নতুন ভবনে স্থানান্তরিত হবে এবং পরবর্তীতে মতিঝিলের বর্তমান ভবনের জায়গায় আরো একটি ২০ তলা নতুন ভবন নির্মিত হবে। রাজধানীর মতিঝিলে বিসিকের প্রধান কার্যালয় নিজস্ব ভবনে থাকলেও ঢাকা আঞ্চলিক কার্যালয়সহ রাজধানীতে থাকা অন্য কার্যালয়গুলো পরিচালিত হচ্ছিল ভাড়া বাড়িতে। এ কারণে ভাড়া বাবদ সরকারকে গুণতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।
এছাড়াও ঢাকা আঞ্চলিক অফিসসহ অন্য অফিসগুলো রাজধানীর বিভিন্ন প্রান্তে থাকার কারণে অসুবিধা হতো। নতুন ভবনেই বিসিকের প্রধান কার্যালয়সহ ঢাকাকেন্দ্রিক সব কার্যালয়কে সরিয়ে আনা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন