শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পপির বিয়ে ও সন্তান হওয়ার খবর তার পরিবার জানে না!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:০৯ এএম

চিত্রনায়িকা পপির বিয়ে এবং সন্তান হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে চলচ্চিত্রাঙ্গণে গুঞ্জণ রয়েছে। তবে এসব গুঞ্জণের জবাব পপি এখনও দেননি। জানা যায়, গত ২৮ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। এ ব্যাপারে পপির বাবা আবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পরিবার নিয়ে আমি অনেক দিন ধরেই খুলনায় আছি। শুনেছি পপি সন্তানসম্ভাবা। এসব নিয়ে নানা জনের নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। বাবা হিসেবে বেশ দুশ্চিন্তায় আছি। আমি বা আমার পরিবারের কেউই এ বিষয়ে কিছু জানি না। এমনকি পপির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। এখন মেয়ে যদি বাবার ফোন না ধরে, তাহলে এই দুঃখ কাকে জানাব! আমরাও অপেক্ষায় আছি ওর খবর পাওয়ার। অন্যদিকে, বিয়ের পর পপি কোথায় বসবাস করছেন, এ নিয়ে দুটি গুঞ্জন রয়েছে। কারো ধারণা, গাজীপুরের এক ব্যবসায়ীকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছেন তিনি। আবার আরেকটি সূত্রে জানা যায়, তিনি বসবাস করেন গুলশানে। এদিকে গত আগস্ট মাসে গণমাধ্যমে পপির মায়ের একটি ভিডিও বার্তা আসে। সেখানে তিনি দাবি করেন, পপি তার খোঁজ নেন না। এমনকি তারা একে-অপরের ঠিকানা পর্যন্ত জানেন না। তবে এসব ব্যাপারে পপি এখনও নিশ্চুপ ভূমিকা পালন করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Add
Zahidul Islam Shã Wøň ৫ নভেম্বর, ২০২১, ২:০৩ এএম says : 0
আমি নিজেই তো জানি না
Total Reply(0)
Add
Md Shafayat Hosain ৫ নভেম্বর, ২০২১, ২:০৪ এএম says : 0
তাহলে সাংবাদিক জানলো কেমনে?
Total Reply(0)
Add
Mulla Tashfin ৫ নভেম্বর, ২০২১, ২:০৪ এএম says : 0
তারকাদের আবার বিয়ে সন্তান। তারা এগুলো থেকে দূরে থঅকে।
Total Reply(0)
Add
মাহমুদ ৫ নভেম্বর, ২০২১, ৯:৪৩ এএম says : 0
তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত নিউজ করার কি আছে?
Total Reply(0)
Add
গোলাম কাদের ৫ নভেম্বর, ২০২১, ৯:৪৩ এএম says : 0
বিয়ে সন্তান নিয়ে কেন যে তারা এত লুকোচুরি করে সেটাই আমার বুঝে আসে না
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন