অভিনেতা জেডেন স্মিথ জানিয়েছেন একটা সময় তিনি ভ্যাম্পায়ারের মত বোধ করতেন।
অভিনয় দম্পতি উইল স্মিথ এবং জেডা পিঙ্কেট স্মিথের ১৮ বছর বয়সী ছেলেটি জানিয়েছেন তার জীবনের একটি পর্যায় গেছে যখন তিনি সূর্যের আলো সহ্য করতে পারতেন না। যুক্তরাজ্যের মিরর জানিয়েছে।
“আমার জীবনের একটি পর্যায়ে আমি গথিক ছিলাম। আমি শুধু কাল পোশাক পরতাম আর সূর্য থেকে আড়ালে থাকতাম কারণ আমি সে সময় ভ্যাম্পায়ার ছিলাম,” জেডেন ফরাসী ফ্যাশন সাময়িকী নুমেরোকে বলেন।
“আমি সত্যিকারের ভ্যাম্পায়ার ছিলাম। আমি সূর্যের আলোতে থাকতে পারতাম না। সবসময় কাল ট্রেঞ্চকোট পরতাম।
“এখন অবশ্য আমি আর ভ্যাম্পায়ার নই, সেই পর্যায় থেকে বেরিয়ে এসেছি। এখন আমি উজ্জ্বল রঙের পোশাক পরি, দিবালোকে বের হই। এখন আমি মিশ্র ধরনের শক্তি কাজে লাগাই,” তিনি আরও বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন