বিনোদন ডেস্ক: আজ থেকে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ছন্নছাড়া’। মাসুম রেজা’র রচনা ও রাজিবুল ইসলাম রাজিব-এর পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, নাঈম, ফারহানা মিলি, মৌসুমী হামিদ, তানিয়া হোসাইন, নাদিয়া মীম, রাইসুল ইসলাম আসাদ, রহমত আলী, টয়া, তৌসিফ, রজত প্রমুখ। নীল নামে এক ছেলে ঢাকায় আসে। সে স্ট্রাগল করছে কাজ পাওয়ার জন্য। নীল রিচি সোলায়মান-এর অফিসে চাকরি নেয়। কিন্তু নীল কোন বেতন পায় না। নীল সন্ধ্যায় বাসায় ফিরে বিশ্রাম নেয়ার সময় তার কল্পনায় আসে একটি মেয়ে। মেয়েটি ফারহানা মিলি। নীল ছাড়া আরও পাঁচজন ছেলে-মেয়ের স্ট্রাগল-এর গল্প উঠে আসবে এই নাটকে। পাঁচজন ছেলে-মেয়ের জীবনের নানা চাওয়া-পাওয়ার গল্প নিয়ে এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন