বিনোদন ডেস্ক: জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল’র অন্যতম ফ্রাঞ্চাইজি, চিটাগাং ভাইকিংসের মিডিয়া পার্টনার হলো আরটিভি। রাজধানীর কারওয়ান বাজারস্থ আরটিভির কার্যালয়ে, ১৫ অক্টোবর বিকেলে এ বিষয়ে দুপক্ষের মধ্যে হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। আরটিভির পক্ষে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং চিটাগাং ভাইকিংসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন, স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ডিবিএল স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। এসময় ডিবিএলের ডিএমডি আব্দুল কাদির, আরটিভির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিব ভ‚ঁইয়া, প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান শিকদার, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব প্রমুখ উপস্থিত ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে, চিটাগাং ভাইকিংসের সঙ্গে যুক্ত হওয়া বলে জানান, আরটিভির ভাইস চেয়ারম্যান। আরটিভির সঙ্গে চুক্তি সাফল্যের তাকিদকে আরো বাড়িয়ে দিলো বলে মন্তব্য, চিটাগাং ভাইকিংসের স্বত্বাধিকারীর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন