২০০৩ সালে সালমান খানের বিপরীতে ‘তেরে নাম’ ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল ভূমিকা চাওলার। ফিল্মটির শুটিংয়ের স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী জানান তিনি সেসময় কখনও নিজেকে একজন নবাগত মনে হয়নি তার। “বলিউডে আমার অভিষেক ফিল্ম ছিল ‘তেরে নাম’ আর আমার অভিজ্ঞতা ছিল ভাল। আমরা বিড়লা মন্দিরে শুটিং করছিলাম, দিনের আলো ফুরিয়ে আসছিল অতিরিক্ত সময় শুটিং করতে হচ্ছিল। সালমান খুব সহায়তাপরায়ণ ছিলেন, তিনি বলেছিলেন আমার সুবিধা মত কাজ করতে। সতীশ কৌশিকও (পরিচালক) আমাকে খুব সাহায্য করেছিলেন,” ভূমিকা বলেন। ‘মানালিতে শুটের সময় আমি আর আমার মা অসুস্থ হয়ে পড়েছিলাম। সালমান নিজে ডাক্তার ডেকে এনে আমাদের রুমে নিয়ে আসেন। তিনি খুব দয়ালু আর ভাল মানুষ। পুরো শুটে তিনি কখনও তাড়া দেননি। তিনি বরাবর আমাকে সময় দিয়েছেন,’ তিনি আরও বলেন। ‘সিটিমার’ অভিনেত্রী জানান, তিনি প্রতিটি ফিল্মেই ভিন্ন ধরণের কাজ করতে চেয়েছেন, তিনি বলেন, ‘একই ধরণের চরিত্র বারবার করলে দর্শকরাও একঘেয়েমিতে ভোগে। ভিন্ন ভিন্ন চরিত্র না করলে ভাল অভিনয়শিল্পীও হওয়া যায় না। ছোট হলেও আমি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার চেষ্টা করেছি।’ ভূমিকার অভিনয়ে তামিল অ্যাকশন ফিল্ম ‘সিটিমার’ ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন