শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মাদক সম্রাজ্ঞীর ভূমিকায় সোফিয়া ভেরগারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

নেটফ্লিক্সে নতুন সিরিজ ‘গ্রিসেল্ডা’তে নতুন ভূমিকায় আসছেন সোফিয়া ভেরগারা। এই সিরিজে তার চরিত্রটি তার ‘মডার্ন ফ্যামলি’র চরিত্রের মত নয়। এই নতুন সিরিজে তিনি কলোম্বিয়ান মাদক চক্রের প্রধানে ভূমিকায় অভিনয় করবেন। ‘গ্রিসেল্ডা ব্লাঙ্কো ছিল এক অসাধারণ মানুষ। তার নিষ্ঠুরতা আর চতুর পদ্ধতি তাকে এক শতকোটি ডলারের সাম্রাজ্যের নেত্রীতে পরিণত করেছিল। সে বর্তমানে পরিচিত মাদক জগতের পুরুষ প্রধানদের আগেই এই সাম্রাজ্যের প্রধান ছিল।’ নতুন এই সিরিজে স্পষ্টতই ভেরগারার চরিত্র তার এবিসির জনপ্রিয় সিটকম ‘মডার্ন ফ্যামলি’র চরিত্র থেকে আলাদা হবে। সিটকমের ফ্যাশন সচেতন মা থেকে তিনি এবার অভিনয় করবেন এক নিষ্ঠুর নারীর ভূমিকায় যার নাম একসময় ছিল ‘ব্ল্যাক উইডো’ বা ‘কোকেন গডমাদার’, গ্রিসেল্ডা ইতিহাসে সবচেয়ে সফল মাদক সাম্রাজ্য গড়ে তোলে। সোফিয়া বলেন, ‘এরিক (নিউম্যান), আন্দ্রেস (বেইজ) এবং নেটফ্লিক্সকে এই অসাধারণ বাস্তব কাহিনীর জন্য একসঙ্গে করতে পেরে আমরা রোমাঞ্চিত।’ নিউম্যান সিরিজের কাহিনীকার এবং নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। বেইজ সিরিজটি পরিচালনা করবেন। ঠিক কবে ‘গ্রিসেল্ডা’র প্রচার শুরু হবে তা প্রকাশ করেনি শীর্ষ স্ট্রিমার নেটফ্লিক্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন