মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতকানিয়ায় গুলিবিদ্ধ সেই যুবকের মৃত্যু সৈয়দ জুনাইদ মোঃ হাবিবউল্লাহ

সাতকানিয়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৪:৩৩ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় পেটে গুলিবিদ্ধ সেই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মামাতো ভাইরা গুলি চালানো শেখানোর সময় অসাবধানতাবশত তিনি আহত হন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৩টার দিকে পঙ্কজ তালুকদারের মৃত্যু হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহেদুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন

সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনায় মামার বাড়ি থেকে ৫ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় পঙ্কজকে উদ্ধার করা হয়। তার বাড়ি একই উপজেলার নলুয়া ইউনিয়নে। পূজায় পরিবার নিয়ে তিনি মামার বাসায় বেড়াতে গিয়েছিলেন পঙ্কজ।
এএসআই জাহেদুল জানান, ৬ নভেম্বর বিকেলে চট্টগ্রাম মেডিক্যালে সার্জারির মাধ্যমে পঙ্কজের পেটের ডান পাশ থেকে ছররা গুলির ৪০ টুকরা বের করা হয়। অবস্থা শঙ্কামুক্ত হলে তাকে আইসিইউতে দেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় দুদিন আগে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। সেখানেই তার মৃত্যু হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘সার্জারির পর পঙ্কজ কিছুটা সুস্থ হলে আমরা কথা বলেছিলাম তার সঙ্গে। তিনি সুস্থ হয়ে ঘটনা বিস্তারিত জানাবেন বলেন। তবে পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পেরেছি তার দূর সম্পর্কের দুই মামতো ভাই একজন আরেকজনকে বন্দুক দিয়ে গুলি করা শেখাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত পঙ্কজের পেটে গুলি লেগে যায়।’ পঙ্কজের মা চম্পা তালুকদার বলেন, ‘আমি শুনেছি ওরা একজন আরেকজনকে শেখাচ্ছিল কেমনে গুলি চালাবে। এটা বলতে বলতে ফায়ার হয়ে গেছে।’

চাচা প্রিয়তোষ তালুকদার বলেন, ‘আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না, তাই নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। তবে শুনেছি সঞ্জয় প্রিয়মকে গুলি চালনা শেখাচ্ছিল। এ সময় কোনো কারণে ফায়ারটা হয়ে যায়। ফায়ার হয়েছিল সঞ্জয়ের হাত থেকে।’

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন