শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিশ্বস্বীকৃতি পেল খাতিজা’র এনিমেটেড মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

‘বাপ কা বেটি’র কাজ করেছেন খাতিজা রহমান। এ আর রহমানের কন্যা খাতিজার ভক্তিমূলক গান ‘ফারিশতোঁ’র এনিমেটেড মিউজিক ভিডিও ইন্টারন্যাশনাল সাউন্ড ফিউচার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা এনিমেশন মিউজিক ভিডিওর পুরস্কার জয় করেছে।সঙ্গীত পরিচালক এবং ভিডিওর প্রযোজক হিসেবে এ আর রহমান পুরস্কারটি পাবেন, তবে বিশ্বখ্যাত এই মিউজিসিয়ান মনে করেন এটি তার মেয়ে খাতিজারই সাফল্য। গায়ক-সঙ্গীত পরিচালক বাবা টুইট করেছেন, “খাতিজা রহমানের ‘ফারিশতোঁ’ আরেকটি পুরস্কার পেয়েছে।” ‘ফারিশতোঁ’ যে এই প্রথম পুরস্কৃত হল তা নয়, গ্লোবাল শর্টস ডট নেট, একে সপ্তাহ খানেক আগে ‘অ্যাওয়ার্ড অফ মেরিট’ সম্মাননা দিয়েছে। লস অ্যাঞ্জেলেস ফিল্ম অ্যাওয়ার্ডসেই বিশেষ স্বীকৃতি পেয়েছে ভিডিওটি। খাতিজার কাছে ‘ফারিশতোঁ’র অনেক মূল্য কারণ তিনি মনে করেনি এটি তার সঙ্গীত যাত্রার সূচনা করেছে। খাতিজা বলেন, “আমি চেন্নাইয়ের বৈচিত্র্যপূর্ণ এক মিশ্র সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেছি। বিভিন্ন ধারার সঙ্গীত, বন্ধু আর শিক্ষা পেয়েছি। আমি জীবনের সৌন্দর্যে বিমোহিত। মাওলানা রুমি যেমন বলেছেন, ঘর থেকে বেরোবার হাজার পথ আছে ফিরবারও তাই। ভিডিওর আমাল চরিত্রটি সেরকম অভিজ্ঞতা থেকই সৃষ্টি যে অজানা আবিষ্কার করতে চাই। আশা করি সবাই তার অজানা গন্তব্যের শেষে পৌঁছতে পারবে।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন