শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শুরু হয়েছে শতবর্ষে নীলিমা ইব্রাহিম নাট্যোৎসব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ, নারী জাগরণের অগ্রদূত ড. নীলিমা ইব্রাহিমের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী ‘শতবর্ষে নীলিমা ইব্রাহিম নাট্যোৎসব ২০২১’। গতকাল থেকে এ নাট্যোৎসব শুরু হয়েছে। প্রথম দিন মঞ্চায়ন হয় ঢাকা থিয়েটারের নাটক ‘নিমজ্জন’। প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীন রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। আজ মঞ্চস্থ হবে নাট্যচক্রের নাটক ‘একা এক নারী’, ১২ নভেম্বর আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’, ১৩ নভেম্বর থিয়েটারের ‘মেরাজ ফকিরের মা’, ১৪ নভেম্বর লোক নাট্যদলের ‘কঞ্জুস’ প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকগুলো মঞ্চস্থ হবে। বাংলাদেশ মহিলা সমিতির আয়োজনে বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নাট্যজন আসাদুজ্জামান নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্ফদেব চৌধুরী, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদক তানিয়া বখ্ত। সভাপতিত্ব করবেন মহিলা সমিতির সভানেত্রী সিতারা আহসানউল্লাহ। ড. নীলিমা ইব্রাহিম ১৯২১ সালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে জন্মগ্রহণ করেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার, জয় বাংলা পুরস্কার (ভারত), মাইকেল মধুসূদন পুরস্কার, বেগম রোকেয়া পদকসহ অসংখ্য সম্মাননা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন