রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

গানের কপিরাইটের জন্য মামলা করলেন জেমস ও মাইলস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

অনুমতিতে ১৪ বছর ধরে ব্যান্ড সঙ্গীত তারকা জেমসের গান ওয়েলকামটিউন হিসেবে ব্যবহার করায় কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন নগরবাউল জেমস। ২০০৭ সাল থেকে রিংটোন হিসেবে ‘দুখিনী দুঃখ করো না’সহ ৬টি গানের কপিরাইট আইন লঙ্ঘন করার অভিযোগে মোবাইল অপারেটর বাংলালিংকের নামে মামলা করেছেন তিনি। একই সময়ে জনপ্রিয় মাইলস ব্যান্ডের ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ গানের কপিরাইট আইন লঙ্ঘন করে ১৪ বছর ধরে ব্যবহার করায় মোবাইল অপারেটর বাংলালিংকের নামে মামলা করা হয়েছে। আদালতে মামলা করেন মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল শাফিন আহমেদ ও হামিন আহমেদ। তারা মামলার দুইটির আবেদন জমা দেন। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলা এই মামলা দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারি করেছেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, জেমস আদালতে এসে তার আইনজীবীর মাধ্যমে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইটের দুটি মামলার আবেদন করেছেন। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। কোনও ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন। উল্লেখ্য, গত ২১ অক্টোবর বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান জেমস। থানা মামলা না নিলে আদালতে যান তিনি। এর আগে ১৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলা করতে আবেদন করেন তিনি। এ সময় বিচারক তাকে থানায় (গুলশান থানা) গিয়ে মামলা করতে পরামর্শ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন