শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানে এগিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

গ্রাহকদেরকে দ্রুত ও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে আরো একধাপ এগিয়ে আসল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। তারই ধারাবাহিকতায় গ্রাহকদেরকে অতি দ্রুততম সময়ে সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে গতকাল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড নগদ উত্তোলনের ক্ষেত্রে QR CODE সেবা চালু করে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত QR CODE ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান এমপি, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ ও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. শাহ্জাহান সিরাজ, মিঞা কামরুল হাসান চৌধুরী, ইমতিয়াজ ইউ. আহমেদ, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা এবং কোম্পানী সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন