বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে। এরই মধ্যে নির্বাচন নিয়ে প্রার্থীদের মধ্যে তোরজোর শুরু হয়েছে। বিভিন্ন প্যানেলের নাম শোনা যাচ্ছে। তবে সবচেয়ে জোর আলোচনা শুরু হয়েছে মৌসুমীকে নিয়ে। মৌসুমী এবার সভাপতি পদে নির্বাচন করতে পারেন বলে আলোচনা রয়েছে। তিনি সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খানের সাথে প্যানেল করবেন বলে শোনা যাচ্ছে। তবে জায়েদ বলেছেন, অনেকে অনেক কথাই বলছে। সামনে নির্বাচন। এখন আলোচনা হবেই। সেসবে কান দেয়ার কিছু নেই। আরও অনেক সময় বাকি। তাই এখনই কিছু বলতে চাই না। তিনি বলেন, করোনার কারণে শিল্পী সমিতির অনেক মিটিং হয়নি। মিটিং করে সবার সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবো প্যানেলের ব্যাপারে। আমি সবসময় সমিতির জন্য কাজ করতে চেয়েছি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। জায়েদ বলেন, চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়নের জন্য আমি যে কারো সঙ্গে কাজ করতে চাই। সে যদি আমাকে দেখতে না পারে তবুও আমি তার সঙ্গে চলচ্চিত্রের বৃহৎ স্বার্থে কাজ করবো। আমি সবসময় মনে করি চলচ্চিত্রের সোনালী দিন ফিরে আসবে। সেই দিকেই যাচ্ছে সিনেমা। উল্লেখ্য, মৌসুমী এখন যুক্তরাষ্ট্র সফরে আছেন। তিনি দেশে ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্তের কথা জানাবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন