শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বঙ্গবন্ধু সেতুর পাশে হবে রেল সেতু

বগুড়ায় রেলমন্ত্রী

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় রেল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোথাও রেলব্রিজ ছিল না, রেললাইন ছিল না। সেসময় বঙ্গবন্ধু সেসব ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করে রেলযোগাযোগ শুরু করেন। এরপর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে রেল খাতের আধুনিকায়নের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে সান্তাহার জংশন স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী।
এসময় নুরুল ইসলাম সুজন আরো বলেন, সারাদেশে রেলের যাত্রীসেবার মান বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু সেতুর পার্শ্বে একটি রেল সেতু নির্মাণসহ এখন রেলের আধুনিকায়নের কাজ চলছে। ৪ দলীয় জোট সরকারের সময় রেলের লোকবল ছাঁটাই করে রেলকে ধ্বংস করা হয়েছিল বলেও অভিযোগ করেন মন্ত্রী। তিনি বলেন, সান্তাহার-পারর্বতীপুর পর্যন্ত ডাবল লাইন করার প্রক্রিয়া চলছে। রেলের মহাপরিচালক ডি এন মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন বগুড়ার আদমদঘি-দুপচাচিয়া আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, রেল মন্ত্রানালয়ের সচিব সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান উপজেলা ও আওয়ামী লীগের সভাপতি সিরাজুর ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনি রায় প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন