শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এ শুধু সম্মান নয় বিশাল দায়িত্বও : আদনান সামি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বেসামরিক নাগরিকদের জন্য ভারতের সর্বোচ্চ খেতাব পদ্ম শ্রী। এই সম্মাননা যদি পাকিস্তানি বংশোদ্ভূত কোন ভারতীয় অর্জন করে তাতে বিতর্ক তো হবেই। প্রথমে এমন সমালোচনার ঝড়ের সূচনা হলেও আস্তে তা যেন মিইয়ে যাচ্ছে। ‘লিফট কারা দে’, ‘কাভি তো নজর মিলা’ থেকে শুরু করে ‘ভার দো ঝোলি মেরি’ গানগুলো আদনান সামির জন্মস্থান পাকিস্তানে যতটা না তার চেয়ে বেশি জনপ্রিয় ভারতে। আর তিনি যখন ২০১৫তে আবেদনের পর ২০১৬তে ভারতের নাগরিকত্ব লাভ করেন তখন তার ভারতীয় ভক্তরা ছাড়াও অন্যরাও খুশি হয়েছিল, অনেকটা ‘পাকিস্তানের পক্ষত্যাগের মত’। তার সিকি শতাব্দীর সঙ্গীত ক্যারিয়ারের সবচেয়ে বড়ে সাফল্য নিশ্চিত করে পদ্ম শ্রী লাভ। গত সপ্তাহে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ তাকে এই সম্মাননা তুলে দেন। সামাজিক মাধ্যমে সমালোচনার পাশাপাশি তাকে অসংখ্য ভারতীয় অভিনন্দনও জানিয়েছে, জানাচ্ছে। একজন টুইটারে লিখেছে, ‘অভিনন্দন আদনান, আমাদের এমন প্রাণবন্ত গান উপহার দেবার জন্য।’ আরেকজনের টুইট : ‘আপনার পরিবার, বন্ধু এবং ভক্তদের জন্য গর্বের মুহূর্ত।’ আদনান তার বক্তব্যে লিখেছেন, ‘অনেকসময় শব্দ দিয়ে মনের কথা প্রকাশ করা যায় না। ভারত সরকারকে ধন্যবাদ। জনতার প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের ছাড়া এটি সম্ভব হত না। আমার বাবা-মাকে এই সম্মাননা উৎসর্গ করছি। এটি শুধু সম্মান নয় বিরাট দায়িত্বও, আমি এটি পালন করে যাব।’ আদনান সামিকে বিশ্বের সবচেয়ে দ্রুত কিবোর্ড বাদক হিসেবে গণ্য করা হয়। সম্মাননা গ্রহণের সময় আদনান কে সঙ্গে দেন তার স্ত্রী রয়া ফারিয়াবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন