শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শুরু হচ্ছে স্কয়ার সুরের সেরা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

স্কয়ার গ্রুপের কর্মীদের অংশগ্রহণে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। ‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয়কে সামনে রেখে মাছরাঙা টেলিভিশন আয়োজন করছে এই ভিন্ন ধারার রিয়েলিটি শো। পেশাগত কাজে দক্ষতা প্রদর্শনের পাশাপাশি যারা শখের বশে গান করেন, স্কয়ার গ্রুপের সেসব প্রতিভাবান সঙ্গীতশিল্পীদের বড় মঞ্চে গান করার সুযোগ করে দিচ্ছে ‘স্কয়ার সুরের সেরা’। স্কয়ার গ্রুপের পরিচয়পত্র বহনকারী যেকোনো সদস্য এই রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সঙ্গীত ব্যক্তিত্বদের সামনে নিজের প্রতিভা মেলে ধরা, প্রতিযোগিতাকালীন সময়ে সঙ্গীত শিক্ষকদের তত্ত্বাবধানে গানের প্রশিক্ষণ, দেশব্যাপী পরিচিতি ও পরবর্তীতে বিনোদন জগতে নিয়মিত গান করার সুযোগ পাওয়ার পাশাপাশি ‘স্কয়ার সুরের সেরা’র সেরা বিজয়ী পাবেন নগদ ৫ লাখ টাকা। এছাড়া প্রথম রানার আপ ৩ লাখ, দ্বিতীয় রানার আপ ১ লাখ এবং চতুর্থ ও পঞ্চম যারা হবেন তারা প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা। ইতোমধ্যে পাবনায় ‘স্কয়ার সুরের সেরা’র অডিশন পর্ব শুরু হয়েছে। সারাদেশের স্কয়ার গ্রুপের কর্মীদের মধ্যে থেকে অডিশন রাউন্ডে প্রাথমিক বাছাইকৃত শিল্পীদের নিয়ে পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিত হবে স্টুডিও রাউন্ড। স্টুডিও রাউন্ডের মূল বিচারকের আসনে থাকছেন তিন গুণী শিল্পী সঙ্গীতশিল্পী রুমানা ইসলাম, এস আই টুটুল এবং সঙ্গীত পরিচালক পিন্টু ঘোষ। পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন মৌসুমী মৌ। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অজয় পোদ্দার। খুব শিগগীরই মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘স্কয়ার সুরের সেরা’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Suprojit Das Roy ১৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ পিএম says : 0
আমি সুরের মেলা অডিশনে অংশগ্রহন করতে চাই। কিভাবে কি করতে হবে? বা যোগাযোগের ব্যবস্হা কি
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন