বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আলী যাকের সম্মাননা পেলেন ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের জীবন ও কর্মকে উদযাপন করতে রেপার্টরি থিয়েটার দল আগন্তুক-এর উদ্যোগ ও এইচএসবিসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় ‘চিত্রপটের চিত্রকর আলী যাকের’। এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার দেয়া হয়েছে আলী যাকের সম্মান পদক। এই পদক পেয়েছেন দুই গুণী নাট্যশিল্পী ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদ। আগন্তুকের উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক অনুষ্ঠানে দুই গুণীর হাতে তুলে দেওয়া হয় এই পদক। রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও নাচের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। তারপর মঞ্চে আসেন সারা যাকের। তিনি পদক প্রাপ্তদের নাম ঘোষণা করেন। ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদকে একটি করে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। আলী যাকেরের নামে পদক প্রাপ্তির পর ফেরদৌসী মজুমদার বলেন, দেওয়ান গাজীর চরিত্রে আলী যাকেরের মতো অভিনেতা আর কখনো আসবে কি না জানি না। মঞ্চে ও টেলিভিশনে তার সঙ্গে অভিনয় করেছি। অসাধারণ অভিনয় ক্ষমতা ছিল তার। মামুনুর রশীদ বলেন, স্বাধীন বাংলা বেতারে একসঙ্গে কাজ করার সময় আমরা দুজনেই কথা দিয়েছিলাম দেশ স্বাধীনের পর নাটক করব। সেভাবেই নাটক শুরু করি। একটা জীবন আমরা নাটকের সঙ্গে কাটিয়ে দিলাম। তার অভাববোধটা বড় বেশি কাজ করছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর, নাট্যকার মাসুম রেজা, ইরেশ যাকের প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ত্রপা মজুমদার ও পান্থ শাহরিয়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন