শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হিলারি ক্লিন্টনের সমালোচনা করলেন জন ভয়েট

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

একটি অনলাইন ভিডিও দিয়ে অস্কারজয়ী অভিনেতা জন ভয়েট বর্তমান মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন এবং আরেক অস্কার জয়ী অভিনেতা রবার্ট ডি নিরোর তীব্র সমালোচনা করেছেন।
অ্যাঞ্জেলিনা জোলির বাবা ভয়েট তার এই ভিডিওতে ক্লিনটনকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাতিল করতে মার্কিন ভোটারদের অনুরোধ করেছেন। একই ভিডিওতে ৭৭ বছর বয়সী অভিনেতাটি অভিনেতা রবার্ট ডি নিরোর সমালোচনা করেছেন। ডি নিরো কিছুদিন আগে ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করে একটি ভিডিও প্রকাশ করেন।
ভয়েট ভিডিও বার্তায় বলেন, “স্রষ্টা আসল সত্য সংরক্ষণ করুন এবং নির্বাচনে ডনাল্ড ট্রাম্প জয়ী হোন, তিনি আমাদের আমেরিকাকে রক্ষা করবেন এবং তিনি অবশ্যই একে আবার মহান দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন।”
তিন মিনিটের ভিডিওটিতে তিনি তীক্ষè বাক্যবাণে হিলারি ক্লিনটনকে আক্রমণ করেন। ধনবান মার্কিন নাগরিকদের সঙ্গে সম্পর্ক এবং তাদের সাফল্যকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করার জন্য তিনি তার তীব্র সমালোচনা করেছেন।
ভয়েট এছাড়া ডি নিরো’র (৭৩) সমালোচনা করে হলিউডে তার নিজের সম্পর্কে সবাইকে মনে করিয়ে দেন।
তিনি বলেন, “রবার্ট ডি নিরো একজন মিলিয়নেয়ার এবং অন্যের মতামতের তোয়াক্কা করেন না।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন