বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী সুজানা চলচ্চিত্রে অভিনয় করতে চান। সদ্য মুক্তিপ্রাপ্ত অমিতাভ রেজার আয়নাবাজি সিনেমাটি দেখার পর তার নায়িকা হওয়ার ইচ্ছা জেগেছে। সিনেমাটি দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি অনুপ্রেরণাও পেয়েছেন তিনি। এমনই একটি চলচ্চিত্রে অভিনয় করতে চান সুজানা। সুজানা বলেন, আমি চলচ্চিত্রে অভিনয় করব। এর আগেও অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু ভালো গল্প, চরিত্র, সহশিল্পী ও দক্ষ পরিচালক না পাওয়ায় অভিনয় করা হয়ে ওঠেনি। স¤প্রতি আয়ানাবাজি দেখে মুগ্ধ হয়েছি। চলচ্চিত্রে অভিনয় করলে, এমন গল্পই আমি চাই। উল্লেখ্য, সুজানা গত এক যুগ মিডিয়ায় কাজ করছেন। বিশেষ করে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে টিভি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। পাশাপাশি মিউজিক ভিডিও নিয়েও ব্যস্ত রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন